Closing day | Friday & Saturday

About Us

Welcome to SD IT TRAINING INSTITUTE

EST: 2012

পরিচালক পরিচিতি:

একজন আত্মকর্মসংস্থানকারী তখনই প্রকৃত উদ্যোক্তা হয়ে ওঠেন, যখন তিনি শুধু নিজের কর্মসংস্থানে সীমাবদ্ধ না থেকে সমাজের আরও কয়েকজন মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করেন, ঝুঁকি জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

এই ভাবনা থেকেই স্থানীয় তরুণ সংবাদকর্মী শাওন খন্দকার শাহিন ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন শাহিন আইটি। শুরু থেকেই তিনি গরীব, মেধাবী তরুণ-তরুণী ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার কাজ করে যাচ্ছেন।

এরপর ২০১২ সালে প্রতিষ্ঠা করেন এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদী। আর ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি নতুন মাত্রা পায়—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর (বর্তমানে প্রধান উপদেষ্টার) কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক নিবন্ধিত ও সনদপ্রাপ্ত একটি আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত হয়।

আজকের স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠান।

এখান থেকে হাজারো তরুণ-তরুণী বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন কোর্স শিখে সফলভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।